Would be great to have some map of the questions that I’ve asked inside each chat. Often times I find myself scrolling through the chats while I know already which question I am looking for, I just don’t have the needed keyword to simply search for it
বিষয়: বাংলা ফন্ট ও সফটওয়্যার সাপোর্টের অনুরোধ
প্রিয় OpenAI টিম,
আমি একজন নিয়মিত ব্যবহারকারী এবং আমি দেখছি যে বাংলা ভাষায় PDF তৈরি বা বাংলা ফন্ট রেন্ডারিং এখনো সমর্থিত নয়। এটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বড় অসুবিধা।
আমি অনুরোধ করছি যেন ভবিষ্যতে বাংলা Unicode ফন্ট (যেমন SolaimanLipi, Noto Sans Bengali, বা Vrinda) এবং বাংলা কনটেন্ট নিয়ে কাজ করার জন্য সফটওয়্যার সাপোর্ট যোগ করা হয়।
বাংলা বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটিরও বেশি মানুষের ভাষা, তাই এই ফিচার যোগ করলে প্রচুর ব্যবহারকারী উপকৃত হবে। আশা করি আপনারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।
ধন্যবাদ,
সেখ আব্দুল মোমিন